‘নাম করবে,আর খারাপ কাজ করবে না।
যখনই ঐ-জাতীয় চিন্তা আসবে তখন ভাল কাজই করবে।’
‘আমি নিজে তো ভাল না। ভাল কাজ করব কী করে?
-‘তুমি পরের ভাল ক’রে চল। করতে-করতে অভ্যাস হ’য়ে যাবে।’
”আমরা এমন একটা University (বিশ্ববিদ্যালয়) করতে পারি যা’ কোথাও নেই। কামার-কুমোর সবাইকে educated (শিক্ষিত) ক’রে তুলতে হবে।
University-র (বিশ্ববিদ্যালয়ের) মধ্যে-দিয়ে একটা পাক দিয়ে গেলে যে-কোন মানুষ যেন educated (শিক্ষিত) হ’য়ে ওঠে।”
জনৈক বহিরাগত দাদা বললেন– নাম করার পরে কিছুদিন ধ’রে আমার খারাপ কাজ করতে ইচ্ছা হয়।
শ্রীশ্রীঠাকুর– খারাপ কিছু করবে না। নাম করতে হয়। খারাপ কাজ ইচ্ছা করে মানে তলছামারা বুদ্ধি আছে। ও ভাল না। কারণ,খারাপটা যদি নিজের ‘পরে চালাও তা’ কিন্তু আর ভাল লাগবে নানে। নাম করবে,আর খারাপ কাজ করবে না। যখনই ঐ-জাতীয় চিন্তা আসবে তখন ভাল কাজই করবে।
উক্ত দাদা– আমি নিজে তো ভাল না। ভাল কাজ করব কী করে?
শ্রীশ্রীঠাকুর– তুমি পরের ভাল ক’রে চল। করতে-করতে অভ্যাস হ’য়ে যাবে। আবার পথ পাবে। লক্ষ্য রাখতে হয়,কোন ভাই যেন কোনরকমে দরিদ্র হ’য়ে না পড়ে। এই করাতে শরীর ভাল থাকবে,মন ভাল থাকবে,স্ফূর্ত্তি আসবে। ঠকবে হয়তো কতবার। কিন্তু ঠকলে যদি বল,যাঃ শালা,গেল,তাহ’লে আর হ’ল না। ঠকা-জেতা থাকবে। ঠকা-জেতা মানে উন্নতি আর অবনতি। ঐ যে বেগার দেওয়া অভ্যাস ছিল আমাদের দেশে,সেটা খুব ভাল। তুমি একজনের তা’ করে দিলে,সে আবার তোমার তা’ ক’রে দিল। ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।’ এইভাবে এগোয়। করতে গেলে প্রথমে হয়তো ঠকবে,আবার নাও ঠকতে পরে।
উক্ত দাদা– ঠকলে তো লোকে বোকা বলে।
শ্রীশ্রীঠাকুর– বোকা তো ক’বেই। কিন্তু ঠকিতে-ঠকিতে জিতিয়া যাইব,এই ভাবটা থাকা চাই।
উক্ত দাদা– একটা জিনিস brain-এ (মস্তিষ্কে) অনেকক্ষণ ধ’রে রাখার কী উপায়?
শ্রীশ্রীঠাকুর– আরে পাগল,আসল কথা হল ইষ্টার্থপরায়ণতা। যা করেছি তা’ করেছি আমার ইষ্টের জন্য-এই হওয়া চাই। সে আমার নাও হ’তে পারে,কিন্তু ‘আমি তাঁ’র’ এই মনোবৃত্তি নিয়ে চলা চাই!
এখন থেকেই লক্ষ্য রেখো যাতে শীঘ্রই আমরা এমন একটা University (বিশ্ববিদ্যালয়) করতে পারি যা’ কোথাও নেই। কামার-কুমোর সবাইকে educated (শিক্ষিত) ক’রে তুলতে হবে। University-র (বিশ্ববিদ্যালয়ের) মধ্যে-দিয়ে একটা পাক দিয়ে গেলে যে-কোন মানুষ যেন educated (শিক্ষিত) হ’য়ে ওঠে।
১৩ই ফাল্গুন,রবিবার,১৩৬২ (ইং ২৬/২/১৯৫৬)
দীপরক্ষী ২য় খণ্ড
Read More On IstoKathan:
দীক্ষা সংকল্প ও ইষ্টটান সম্পর্কে শ্রীশ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি
https://istokathan.com/প্রেমরস-ও-কারুণ্যরস-love-pathos/