হরেনদা জিজ্ঞাসা করলেন– খারাপ মানুষ নিয়ে চলতে হবে কিভাবে?
শ্রীশ্রীঠাকুর——- তার জন্য চাই sympathetic psychological tackling (সহানুভূতিপূর্ণ মনোবিজ্ঞানসম্মত ব্যবহার)। অপরের bad qualities deal (দোষ নিয়ে নাড়াচাড়া) করার ক্ষমতা দেখেই বোঝা যায়,
একজনের psychological tackling (মনোবিজ্ঞানসম্মত ব্যবহার)-এর capacity (ক্ষমতা) কতদূর| আর এই যে একটা মানুষের bad qualities deal (দোষ নিয়ে নাড়াচাড়া) করতে হবে- সে তাকে। একজন patient (রোগী) মনে ক’রে অসীম ধৈর্য্যে| ধৈর্য্যচ্যুতি ঘটলেই তুমি হেরে গেলে।
যে যত বেয়াড়া, তার বেলায় তত ধৈর্য্য ও অধ্যাবসায় লাগবে| সঙ্গে চাই কুশলকৌশলী তেজ,বীর্য্য ও পরাক্রম| প্রয়োজন-মত মেজাজ দেখাতে পার, যাতে সে ভয়ে সংযত হয় ।
কিন্তু তুমি যদি নিজের ওপর control (অধিকার) হারিয়ে ফেল,তা’হলে কিন্তু তাকে আর control (সংযত) করতে পারবে না| Out of love for Ideal (ইষ্টপ্রীতি থেকে) যতখানি passion (প্রবৃত্তি)-এর above (ঊর্দ্ধে) থাকতে পারবে, ততই successful (কৃতকার্য্য) হবে এই কাজে।
চিকিৎসকের মনোভাব নিয়ে চলতে হবে| জ্বরটা বা রোগটা কিন্তু মানুষটা নয়। রোগ আর মানুষটা কিন্তু আলাদা| রোগ তাড়াতে হবে,মানুষটাকে সুস্থ করতে হবে ।
তার রোগ তোমার ভিতর যেন সংক্রমিত না হয়। ডাক্তারই যদি রোগাক্রান্ত হয়ে প’ড়ে, তবে রোগীর রোগ চিকিৎসা করবে কে? দোষ দেখে তাই দুষ্ট হ’তে নেই ।
যে নিজেই দুষ্ট হয়ে পড়েছে,সে অন্যকে শিষ্ট করে তুলবে কি-ভাবে? ………জগতে অনেক রকমের খেলা আছে, তো ধরে নিতে হয়–এ-ও এক-রকমের খেলা।
সঙ্কল্প করতে হয়–আমি মানুষের দোষ দেখে দুষ্ট হব না,বরং তাকেই দোষমুক্ত ক’রে তুলতে চেষ্টা করব।
এই খেলা যদি একবার খেলতে আরম্ভ কর,তা’হলে দেখবে– সব ক্ষেত্রে অন্যকে ভাল করতে পার বা না পার,নিজে কতখানি ভাল হ’য়ে উঠবে।
চারিদিকের খারাপ যা’ তা’ও কিন্তু আমাদের ভালয় সুদৃঢ় হ’তে কম সাহায্য করে না- অবশ্য আমরা যদি সেই সাহায্য নিতে জানি| ঘাবড়াবার কিছু নেই।
পরমপিতা পরমদয়াল। আমাদের মানুষ ক’রে গ’ড়ে তোলবার জন্য তিনি কত বিচিত্র ব্যবস্থাই ক’রে গেছেন। পথ আমাদের এন্তার খোলা।
-শ্রীশ্রীঠাকুর
{ আঃ প্রঃ -ষষ্ঠ খন্ড } /; ৯.৮.১৯৪৫
Read More On IstoKathan:
সরস্বতী দেবীর পূজা সম্বন্ধে শ্রীশ্রীঠাকুর
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি
একুশে বই মেলা’য় সৎসঙ্গের স্টল-শ্রীশ্রীঠাকুরের বানী ও আদর্শে মুগ্ধ পাঠকের ভিড়!
https://istokathan.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%af%e0%a6%be/