‘গণকে যিনি ধারণ-পালন পোষণ করেন, তিনি গণেশ। গণেশের পূজা মানেই মানুষের চর্য্যা করা।’
‘আগে আমাদের দেশে ব্যবসায়ীদের বলত সাধু,মহাজন’ ব্যবসায়ীদের গনেশ পূজা
কেষ্টদা-এই যে ব্যবসায়ীরা আছেন,এঁরা যদি ইষ্টগ্ৰহণ না ক’রে ঘরে এক গণেশের মূর্ত্তি রেখে পূজা করেন,তবে তাঁদের ধর্ম্মপালন করা হবে না?
শ্রীশ্রীঠাকুর– গণকে যিনি ধারণ-পালন পোষণ করেন, তিনি গণেশ। গণেশের পূজা মানেই মানুষের চর্য্যা করা। এখন, যত customer (খরিদ্দার) আসছে,আমি যদি তাদের ঠকাতে থাকি,ধারণ-পোষণ না করি,তাহ’লে ব্যবসা টিকবে নানে।
কেষ্টদা– গণেশ উল্টে যায়।
শ্রীশ্রীঠাকুর– হাঁ,কথা ঠিক আছে,গণেশ উল্টে যায়।
কেষ্টদা– আগে আমাদের দেশে ব্যবসায়ীদের বলত সাধু,মহাজন।
শ্রীশ্রীঠাকুর– এখনও কয়। ছোটবেলায় এক দোকান দেখেছিলাম কলকাতায়। তারা এমন ভালমানুষ! সেইজন্যেই বোধ হয় ওদের নাম ছিল সাধু,মহাজন।
কেষ্টদা– এখন কালবাজার এত বেড়ে গেছে যে সৎ থাকাই মুশকিল।
শ্রীশ্রীঠাকুর– ওর মধ্য দিয়েও যদি ঠিক থেকে চলতে পারেন তবে দেখতে পাবেন কিভাবে ঠেলে উঠছেন। আর,অসৎ যা’-কিছু তা’ও তখন আপনার সেবা করতে থাকবে।
২৪শে আষাঢ়,শনিবার,১৩৬৪ (ইং ৮/৭/১৯৫৭)
দীপরক্ষী ৩য় খণ্ড
Currently Reading:
ব্যবসায়ীদের গণেশ পূজা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর
Read More On IstoKathan:
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
ইষ্টবিরোধী ও ইষ্টমতি বা ইষ্টঝোক প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর
অনেকে ঈশ্বর মানে না-‘তাদের কাছে God-এর (ঈশ্বরের) কথাই ক’ব না’
জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শ্রীশ্রীঠাকুর