‘গজমুন্ড মানে গজের মত মুন্ড, big brain (বড় মস্তিস্ক)’
‘তাহ’লে একদন্ত মানে একমাত্র দমনকর্ত্তা’
প্রশ্ন— গণেশের গজমুন্ড দেখতে পাই,এর তাৎপর্য্য কী?
শ্রীশ্রীঠাকুর— গজমুন্ড মানে গজের মত মুন্ড, big brain (বড় মস্তিস্ক)। গণপতি মানে জনগণের পালক। Big brain (বিরাট মস্তিস্ক) না হ’লে আর তো তিনি গণপতি হ’তে পারেন না।
প্রশ্ন— গণেশের ধ্যানে আছে ‘একদন্তং মহাকায়ম্’। একদন্ত বলা হয় কেন?
শ্রীশ্রীঠাকুর— ‘এক’ মানে কি দেখা লাগে,’দন্ত’ মানেও দেখা লাগে।
অভিধান দেখে বললাম— এক মানে প্রধান,শ্রেষ্ঠ, অদ্বিতীয়;আর দন্ত মানে আছে দমনকর্ত্তা।
শ্রীশ্রীঠাকুর— ঐ,তাহ’লে একদন্ত মানে একমাত্র দমনকর্ত্তা। আবার, গণেশের দু’হাত না,চার হাত,মানে চারিদিক দেখে চলেন তিনি। আর,মুষিক তাঁর বাহন। মুষিক হ’ল খলপ্রকৃতিসম্পন্ন। ঐ খলপ্রকৃতিসম্পন্ন লোকেদের তিনি control-এ (অধীনে) রাখেন।
২৮শে আষাঢ়,শুক্রবার,১৩৬৪ (ইং ১২/৭/১৯৫৭)
দীপরক্ষী ৩য় খণ্ড
Currently Reading:
গণেশের গজমুন্ড’র তাৎপর্য্য সম্পর্কে শ্রীশ্রীঠাকুর
Read More On IstoKathan:
ব্যবসায়ীদের গণেশ পূজা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর
তাঁর কৃপা যদি না থাকত তবে আমি profitable (লাভবান) হতাম না
কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক কি?
জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শ্রীশ্রীঠাকুর