ছেলেপেলেদের মঙ্গল-সন্তানের জীবন নির্ধারণে প্রধান ভূমিকা থাকে পিতা- মাতার
আলোচনা প্রসঙ্গে একদিন শ্রীশ্রীঠাকুর বললেনঃ মা- বাপের উপরই সবকিছু নির্ভর করে। যখন শাসন করা দরকার, তখন শাসন করে না। যখন নিজের অসুবিধা হয়, নিজে বিরক্ত হয়, তখন সহ্য করতে না পেরে রাগের বশে অযথা শাসন করে। আমরা ছেলেপেলেদের মঙ্গল চাই না। বাপ ছেলেকে শাসন করলে, মা হয়তো তাকে গালাগালি দেয়। তারপর ছেলের সামনেই হয়তো বাবা মাকে মারতে চায়, মা বাবাকে গালাগালি দেয়। এ- রকম আবহাওয়ায় ছেলেপেলে কি ভাল হতে পারে? ভবিষ্যৎ ঝরঝরে হ’য়ে যায়।
লেখাপড়া হোক বা না হোক ছেলের অভ্যাস, ব্যবহার, ঝোঁকটা ঠিক ক’রে দিতে পারলেই হ’লো। ৪/৫ বৎসরের মধ্যেই এটা তৈরী ক’রে দিতে হয়। যত বেশী বয়স হয় তত অসুবিধে। ৪/৫ বৎসরের মধ্যে না হ’লে ৮/১০ বৎসর, তা’ না হ’লে ১২/১৪ বৎসরের মধ্যে ঠিক করতে হয়। এরপর আর হ’য়ে ওঠে না। আর অভিভাবক হিসেবে বাপ মা যদি প্রকৃতি ছেলে তৈরী ক’রে না দেয়, তাহ’লে কোন মাষ্টারে কিছু করতে পারে না
ঝগড়া – বিবাদ করে তার দরুন দারুণ কুফল ফলে
আবার কথাপ্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর বললেনঃ বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে ছেলেকে বলছে– ওঁকে প্রণাম কর, অথচ নিজে প্রণাম করে না, এটা বড় খারাপ। নিজে প্রণাম করে তারপর ছেলেকে বললে কাজ হয়। তারপর বাপ হয়তো সন্তানের কাছে মায়ের ন্যায্য প্রশংসা করে না, কিংবা মা হয়তো বাপের গুণের কথা কয় না, এতে খুব ক্ষতি হয়– শ্রদ্ধা বাড়ে না। আর মা- বাপ যদি ছেলেদের সামনে ঝগড়া – বিবাদ করে তার দরুন দারুণ কুফল ফলে।
ছেলের চরিত্র গঠনের জন্য অনেক কিছু জানতে হয়, শিখাতে হয়। কোন কাজটা তার জন্য হবে, কোনটা মন্দ হবে সবকিছু তার বয়স মাফিক আস্তে – আস্তে তাকে শিখাতে হয়। বাপ- মা হিসেবে আমরা যদি নিজেরা আচার- আচরণের মধ্যে দিয়ে না দেখায় তাহলে ছেলের চরিত্র গঠন সুষ্ঠু হয় না। কেননা একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও কিন্তুু জানে না যে কে তার বাপ আর কে তার মা। আস্তে আস্তে যখন তার বয়স বাড়ে তখন একটু একটু সে বুঝতে শেখে, বুঝতে পারে কে তার বাপ – মা। বাপ মা যাই করে ছেলেপেলে নিজের চরিত্রে তাই আয়ত্ত্বকরণ করে। সবসময় সে বাপ- মাকে অনুসরণ- অনুকরণ করার প্রচেষ্টায় থাকে। মা – বাপ ছেলেপেলেকে যাই শেখাবে সে সেটাই শিখার ধান্ধায় থাকে। ভাল হলে ভাল আর মন্দ হলে মন্দ। তাই প্রকৃত ছেলের বাপ- মা যদি আমরা হয়, তাহলে ঈশ্বরের বিধি মাফিক সদাচারন শিক্ষা দেওয়া একান্তই প্রয়োজন।
-শ্রীশ্রীঠাকুর
Read More On IstoKathan:
সরস্বতী দেবীর পূজা সম্বন্ধে শ্রীশ্রীঠাকুর
https://istokathan.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%af%e0%a6%be/
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি
https://istokathan.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%af%e0%a6%be/