‘দীক্ষার সংকল্পগ্ৰহণই তো চাপরাস পাওয়া’
আপনাদের master complex (প্রভু-প্রবৃত্তি) হওয়া চাই ইষ্ট,Ideal.
শ্রীশ্রীরামকৃষ্ণদেবের চাপরাস পাওয়ার গল্প উল্লেখ ক’রে চুনীদা বললেন– আচ্ছা, সৎসঙ্গীরা যে দীক্ষা হওয়া-মাত্রই যাজন করতে আরম্ভ করবে,কিন্তু তারা তো চাপরাস পায়নি।
কেষ্টদা– পেয়েছে বৈ কি! দীক্ষার সংকল্পগ্ৰহণই তো চাপরাস পাওয়া।
শ্রীশ্রীঠাকুর– কাঠিয়া-বাবার কাছে যে দীক্ষা নিতে যেত তার সাথে কাঠিয়া-বাবা কেমন ব্যবহার করতেন,মারধোরও করতেন। তাকে হয়তো রান্না করতে বললেন। রান্না খেয়ে সবাই ভাল বলছে। কাঠিয়া-বাবা বলে উঠতেন ‘এই,নুন দিয়া নেই কাঁহে’। এইভাবে নানাভাবে পরীক্ষা করতে-করতে যখন দেখতেন,সে-লোক তবুও স’রে যায় না,তখন তাকে দীক্ষা দিতেন। এইরকম যে আসে-আর ফেরে না,কোনদিন যার ফেরার সম্ভাবনা থাকে না,সে-ই চাপরাস পেয়েছে। ফেরার সম্ভাবনা দেখলে বুঝতে হবে,তার মধ্যে বিভেদ-সৃষ্টির মনোবৃত্তি আছে। যেমন গবর্ণমেন্টের ‘সীল্’ থাকে,এ তেমনি ভগবানের ‘সীল্’। লাথি খাক,গুলি খাক,ফেরার কথা তার আর থাকে না।
১২ই কার্ত্তিক,রবিবার,১৩৬৩ (ইং ২৮/১০/১৯৫৬)
দীপরক্ষী ২য় খণ্ড
‘সব চাইতে ঐ বুদ্ধি ভাল-তিনি আমাকে ভালবাসুন আর নাই বাসুন,আমি তাঁকে ভালবাসি।’
শ্রীশ্রীঠাকুর– আপনাদের master complex (প্রভু-প্রবৃত্তি) হওয়া চাই ইষ্ট,Ideal. ঐ যে বাইবেলে আছে, He who loves his wives and children more than me is not worthy of me (যে তার স্ত্রী ও সন্তানগণকে আমার চাইতে বেশী ভালবাসে সে আমার যোগ্য নই)। সে-কথা মনে রাখবেন। সব চাইতে ঐ বুদ্ধি ভাল-তিনি আমাকে ভালবাসুন আর নাই বাসুন,আমি তাঁকে ভালবাসি।
আমাকে যে ভালবাসে,আমি যদি তাকে কিছুই না দিই,তার জামাকাপড়ও যদি কেড়ে রাখি,তবুও সে থাকবে। এমন হ’তে পারে যে আজ হয়তো একজনের ছেলে,মেয়ে,বৌ,ছেলের বৌ ভাল কাপড় পরেছে,কাল হয়তো তারা চট পরবে। কিন্তু ইষ্টের প্রতি ভালবাসা তাতে কিছু ক’মে যাবে না। আর,আমি আপনাকে ভালবাসি কিনা তার প্রত্যাশী কখনও থাকবেন না। আপনি আমাকে ভালবাসেন। যেমন সাবিত্রী ছিল। যে স্বামীর কাছ থেকে একখানা কাপড় পেল কিনা সেদিকে কখনও তাকিয়ে দেখেনি। সে সত্যবানকে প্রত্যাশাশূন্য হ’য়েই ভালবাসত। তাই যদি না হবে,তাহলে সে ঐ মরা স্বামীর পাছ-পাছ তাকে বাঁচাবার জন্য অতদূর গেল কি ক’রে! আর আপনাদের ইষ্টকে ভালবাসার মাঝখানে ভগবান বা ব্রহ্ম বা ঐ জাতীয় কিছু আসলে পরে আর হবি নানে। ভালবাসার লোক যিনি তিনিই থাকবেন শুধু সামনে।
১৪ই পৌষ,শনিবার,১৩৬৩ (ইং ২৯/১২/১৯৫৬)
দীপরক্ষী ২য় খণ্ড
Currently Reading:
Read More On IstoKathan:
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি