‘প্রার্থনা দুইরকম হয় একটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা, একটা হচ্ছে সকাম প্রার্থনা’
এক আলোচনায় পূজনীয় বাবাই‘দাদা বলেছেনঃ
প্রার্থনা দুইরকম হয় একটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা, একটা হচ্ছে সকাম প্রার্থনা।আমার বাবা ভালো হয়ে যাক,আমার মা ভালো হয়ে যাক,আমার পরিবারের ভালো হোক, আমার সন্তান এর ভালো হোক,এই যে প্রার্থনা করছি এগুলো সব সকাম প্রার্থনা আর আমি যেই বলবো এই ভাইয়ের ভালো হোক ওই মা’য়ের ভালো হোক,ওই দাদার ভালো হোক,এই যে বলি যার সাথে আমার রক্তের রিলেশন নেই অথচ তার জন্য আমি প্রার্থনা জানাই,এই প্রার্থনা তখন পূরণ হয়।ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না,তিনি নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন।
আর নিষ্কাম প্রার্থনা তখনি মঞ্জুর হয় যদি কর্ম ঠিকমতো ধায়।আমি চাষ করলাম,লাঙ্গল দিলাম,বীজ বপন করলাম আর একজন আমার জন্য প্রার্থনা জানালো তখন বৃষ্টি এলো।তো দৈব অনুগ্রহ এইভাবেই হয়,আমি যখন সঠিক কর্ম করি এবং আমার জন্য যথাযথ প্রার্থনা করার একজন মানুষ নিষ্কাম প্রার্থনা জানায় তালে আমার কর্ম প্রচেষ্টা সফল হবেই হবে,তাকে আটকানো যাবে না।তালে আমি আমার জন্য শুধু প্রার্থনা করলে তো তা পূরণ হচ্ছে না,তালে আমার জন্য প্রার্থনা করার একজন মানুষ দরকার যিনি এই প্রার্থনাটা জানাতে পারেন,পরিবেশ কে জানাতে পারেন হ্যাঁ বাবাই দার এই অসুবিধা হয়েছে এটা একটু করে দাও ঠাকুর, ভগবান ওই মানুষ টার ওই অসুবিধা হয়েছে এটা একটু করে দাও।
এই যে প্রার্থনা জানাচ্ছে এইরকম বান্ধবতা তৈরি করতে হবে তালে সমাজের সাথে এইরকম বান্ধবতা সৃষ্টি করতে হবে।যাতে আমার সাথে সমাজের এরকম বান্ধবতা হয়।।
Read More On IstoKathan:
দীক্ষা সংকল্প ও ইষ্টটান সম্পর্কে শ্রীশ্রীঠাকুর
শ্রীশ্রীঠাকুর কেমন বিশ্ববিদ্যালয় (University) গড়তে চাইতেন??
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
https://istokathan.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/
https://istokathan.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97/
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি
https://istokathan.com/প্রেমরস-ও-কারুণ্যরস-love-pathos/
https://istokathan.com/প্রিয়পরমের-প্রতি-অনুরাগ/
Stay Connected with ISTOKATHAN