‘তোমার love-pathos (প্রেম ও কারুণ্যরস) যদি থাকে তাহ’লে আমার অসুস্থ অবস্থায় আমাকে ফেলে রেখে তুমি কিছুতেই অন্যত্র যেতে পার না’
‘বিবাহ কোন চুক্তির ব্যাপার নয়; বরং সেবা ও সযত্ন পরিচর্য্যার সহিত একজনকে একজনের হৃদয়ের অন্তঃস্থলে আকর্ষণ করার জন্য এর পবিত্র প্রয়োজন’
হাউজারম্যানদা আসতেই শ্রীশ্রীঠাকুর ইংরাজীতে একটি বাণী দিলেন-
“Verse without love-pathos
and its characteristics
with concentric zeal
is a dummy
of satanic enticement;
Beware!”
(কেন্দ্রানুগ আগ্ৰহের সাথে প্রেমরস ও কারুণ্যরস ও তার লক্ষণ ব্যতিরেকে কোন কবিতা হ’ল শয়তানী প্রলোভনের বোবা সাক্ষীস্বরূপ। সাবধান!)
বাণীটি লিখে নিয়ে হাউজারম্যানদা love-pathos (প্রেমরস ও কারুণ্যরস) এর স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন।
শ্রীশ্রীঠাকুর– ধর তুমি আমাকে ভালবাস। তোমার love-pathos (প্রেম ও কারুণ্যরস) যদি থাকে তাহ’লে আমার অসুস্থ অবস্থায় আমাকে ফেলে রেখে তুমি কিছুতেই অন্যত্র যেতে পার না। আমার অসুখ। কিন্তু তুমি যদি মনে কর,তাঁর আবার অসুখ কি! তিনি তো প্রভু! তাহ’লে আর হ’ল না। প্রভু হ’লেও তাঁর উপর প্রীতি থাকলে যা’ হবার তা’ হবেই। হজরতের মৃত্যু সংবাদ শুনে আলী একেবারে তরোয়াল খুলে নিয়ে উঠেছিল। হজরতের মৃত্যু-সংবাদ তো সহ্য করতে পারে না।
১৬ই ভাদ্র,শনিবার,১৩৬৩ (ইং ১/৯/১৯৫৬)
দীপরক্ষী ২য় খণ্ড
বিবাহ কোন obligation (বাধ্যবাধকতা) থাকে না, থাকে inclination (ঝোঁক)
শ্রীশ্রীঠাকুর বললেন– একটা কথা মনে আসছে। লিখবি নাকি? ব’লে ইংরাজীতে এই বাণীটি দিলেন-
Marriage is
not a matter of contract,
but it is solemnly needed
to draw one
in one’s bosom of heart
with all service and
caressing attitude,
(বিবাহ কোন চুক্তির ব্যাপার নয়; বরং সেবা ও সযত্ন পরিচর্য্যার সহিত একজনকে একজনের হৃদয়ের অন্তঃস্থলে আকর্ষণ করার জন্য এর পবিত্র প্রয়োজন)।
বাণীটি দেওয়া শেষ হ’লে শ্রীশ্রীঠাকুর বললেন– সেইজন্যে বিবাহ কোন obligation (বাধ্যবাধকতা) থাকে না, থাকে inclination (ঝোঁক)। And that inclination obliges one (এবং সেই ঝোঁকই একজনকে বাধ্য করে)। Love (ভালবাসা) জিনিসটা grow করে (জন্মায়) এর থেকে। এমন যদি না হয় তাহ’লে তা’ বাজারে কিনতে পাওয়া যায়।
২১শে কার্ত্তিক,মঙ্গলবার,১৩৬৩ (ইং ৬/১১/১৯৫৬)
দীপরক্ষী ২য় খণ্ড
Read More On IstoKathan:
দীক্ষা সংকল্প ও ইষ্টটান সম্পর্কে শ্রীশ্রীঠাকুর
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি