গ্রহ-উপগ্রহের প্রাণীদের সঙ্গেও কথাবার্তা, ভাব-বিনিময় প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
শ্রীশ্রীঠাকুর বলিলেন—এমন একটা যন্ত্র আবিষ্কার করতে পারেন না যাতে জীবজন্তু, পশু-পক্ষী সবারই সঙ্গে কথা কওয়া যায়।
কেষ্টদা বলিলেন—সে কি রকম ?
উত্তরে শ্রীশ্রীঠাকুর বলিতে লাগিলেন-পশু-পাখীদের voice record করে তার থেকে alphabet বের করলেই হয়। এতে যদি কৃতকার্য্য হতে পারেন তাহলে আমরা এই গ্রহ-উপগ্রহের প্রাণীদের সঙ্গেও কথাবার্তা বলতে পারি। মঙ্গলগ্রহ পৃথিবীর খুব কাছে। ওখানকার আধিবাসীরা সবসময় আমাদের সঙ্গে ভাবের আদান প্রদান করতে চায় এবং messageও পাঠায়। কিন্তু আমাদের এখানে বিজ্ঞানের ততদূর উন্নতি না হওয়ায় আমরা তার প্রত্যুত্তর দিতে পারি না।
প্রশ্নঃ আপনি কি মঙ্গল গ্রহে গিয়েছেন ?
শ্রীশ্রীঠাকুর—হ্যাঁ, গিয়েছি বৈকি। শুধু কি যাওয়া ! তাদের সঙ্গে কথাবার্তা বলা, মেলা-মেশা। এই আপনাদের সঙ্গে যেমন করছি, এই রকমই আর কি। তাদের মধ্যে খুব বড় বড় বৈজ্ঞানিকও আছে। আমাদের সঙ্গে ভাবের আদান-প্রদান হলে সেখানেও যেমন নূতন সৃষ্টি গজাবে এখানেও তাঁর ব্যত্যয় হবে না। কেষ্টদা বলিলেন-আমরা কিভাবে তাদের বার্তা জানাব ? শ্রীশ্রীঠাকুর বলিলেন—আমরা এখান থেকে বার্তা পাঠাব ইথারের মধ্য দিয়ে য়েমন wireless করছে, ঐখানে গিয়ে সেটা হবে শব্দে পর্যবসিত। তাই বলছিলাম একটা Universal language করতে।
সূত্রঃ ব্রজগোপাল দত্তরায় প্রণীত জীবনীগ্রন্থ ২য় খণ্ড, পৃঃ ১১৮
Read More On IstoKathan:
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
🙏Jay guru🙏