রজনীদা(দাস) – একজন বড়লোক বা সুখীলোক যদি আমাকে আপন ব’লে বোধ না-করে, তাহ’লে তাকে আমি আপন ব’লে বোধ করব কিভাবে? সে আমাকে যেমন পর-পর ভাবে, অবহেলা করে, আমারও তো তার প্রতি তেমনিভাব আসবে।
শ্রীশ্রীঠাকুর- সে যদি তোমাকে অবহেলা করে, সেটা যেমন তার পক্ষে অন্যায়, আর সেইজন্য তুমি তার প্রতি যদি বিদ্বেষভাব পোষণ কর, তাহ’লে সেটাও তোমার পক্ষে তেমন অন্যায়। অন্যের দোষের প্রতিক্রিয়ায় তুমি যদি নিজেকে দুষ্ট হ’তে দাও, তাহ’লে তুমি নিজের বা পরিবেশের পরিশুদ্ধির ব্যবস্থা করতে পারবে না। তোমাকে দিয়ে দোষের নিরসন হবে না, দোষ গুণিত হ’য়েই চলবে। তুমি নিজে একটা পঙ্ককুন্ড হ’য়ে উঠবে। তাই, অন্যের দোষে দুষ্ট না-হয়ে যেখানে যেমন শোভন ও সমীচীন তেমনতরভাবে তোমার আদর্শসম্মত করা, বলা ও ভাবা নিয়ে চলবে।
আঃপ্রঃ- ৫ম খন্ড । ৩/৪/১৯৪৪ ।। সোমবার। পৃঃ-১৫৬