‘তোর সাথে যে-ই খারাপ ব্যবহার করুক না কেন,তুই
তার সাথে ভাল ব্যবহার করবি’
‘তোমার প্রতি কারো ভালবাসা কম নেই। যদি ঐ ভালবাসাকে তার সত্তাপোষণী ক’রে তুলতে পার তাহ’লেই কাম ফতে।’
‘প্রতিটা সৎসঙ্গীই তোর ভাই’
প্রশ্ন– মাঝে মাঝে মনে হয়,আপনার কথা বলতে গিয়ে মানুষের দোষের প্রশ্রয় না দিই।
শ্রীশ্রীঠাকুর– তুমি এমন কথাই ক’বে না যাতে তার দোষগুলি প্রশ্রয় পাই। মানুষের মধ্যে কতকগুলি ভাল আছে,কতকগুলি মন্দও আছে। ভালগুলি সব সময় eulogize (প্রশংসা) করা লাগে,যাতে সে ভাল করার মনোবৃত্তি নিয়েই চলতে থাকে,ভাল গুণগুলি তার বেড়ে যায়। তোমার প্রতি কারো ভালবাসা কম নেই। যদি ঐ ভালবাসাকে তার সত্তাপোষণী ক’রে তুলতে পার তাহ’লেই কাম ফতে। একটা কথা বললেই কি একটা কাশি দিলেই যেন তার ভিতরে ঐ জিনিষ জেগে ওঠে।
আবার,একটু-একটু service (সেবা) দিয়ে তাকে তোমার ক’রে নেওয়া লাগে। কাউকে হয়তো কোন কাজ ক’রে দিলে। দিয়ে বললে-‘দেখ,আমি তোমার কাজ আজ ক’রে দিলাম, কাল ক’রে দিলাম,কিন্তু তাতে তোমার কী হ’ল? তুমি নিজে একটু শিখে নাও না কেন,তাহ’লে নিজেই করতে পারবে।’ এমনিভাবে কত রকমে কওয়া যায়। যে-চলন নিয়ে তুমি মানুষের সাথে বেড়াও,মানুষ তোমার সেগুলি পছন্দ করে কিনা দেখা লাগে। তোমার চলার ত্রুটির দরুন যদি পছন্দ না করে তবে টক্ ক’রে সেগুলি বদলে ফেলে দেবে। এইটুকু ঠিক রাখা চাই,আর কিছু না। Sweep up all botherations (বাধাগুলিকে উড়িয়ে দাও)।
১৩ই ফাল্গুন,রবিবার,১৩৬২ (ইং ২৬/২/১৯৫৬)
দীপরক্ষী ২য় খণ্ড
‘বাড়ীতে যদি একপোয়া দুধও হয় তবে নিজে না-খেয়ে
সেই দুধটুকু নিয়ে দিবি ঐ যে তোর সাথে গন্ডগোল
করেছে তাকে’
শ্রীশ্রীঠাকুর– দেখ,তোর সাথে যে-ই খারাপ ব্যবহার করুক না কেন,তুই তার সাথে ভাল ব্যবহার করবি। বাড়ীতে যদি একপোয়া দুধও হয় তবে নিজে না-খেয়ে সেই দুধটুকু নিয়ে দিবি ঐ যে তোর সাথে গন্ডগোল করেছে তাকে। এইভাবে কিছুদিন চললেই দেখবি কী হয়।
প্রশ্ন– আপনি নগেন চৌধুরীর কথা বলতেন।
শ্রীশ্রীঠাকুর– তার সাথে আমি বার বছর ধ’রে এমনি ব্যবহার করেছিলাম। সে আমার নিন্দা করত,কিন্তু আমি তার প্রশংসা করতাম। এইরকম চলতে-চলতে একদিন মানুষজনই তারে ঠেসে ধ’রল- ঠাকুর তোমার প্রশংসা করে,আর তুমি খালি তার নিন্দা কর? এইরকম হয়। শোন্,প্রতিটা সৎসঙ্গীই তোর ভাই।
– যেমন পিতার ঔরসজাত সন্তানরা সবাই ভাই-ভাই,তোর কাছে তেমন সমস্ত সৎসঙ্গী। ভাইকে বুক দিয়ে রক্ষা করব,এইরকম মনোভাব থাকা চাই। আমাকে না মেরে ফেলে আমার ভাইয়ের গায়ে কেউ হাত দিতে পারবে না। এইরকম হ’য়ে ওঠ্। কেউ যদি তোকে গালাগালি করে,তাকে যদি কাদা ক’রে ফেলতে না পারিস্ তাহ’লে আমার আপসোস থেকে যাবে।
১১ই কার্ত্তিক,শনিবার,১৩৬৩ (ইং ২৭/১০/১৯৫৬)
দীপরক্ষী ২য় খণ্ড
Read More On IstoKathan:
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি