‘কাম ঠিকমত ক’রতে হলে,আগে লক্ষ্য স্থির করা লাগে।’
‘এই যে গ্ৰহদোষ আমরা কই,তার কারণ হ’ল নিজেদের অজ্ঞতা,অপারগতা,আর অনুচর্য্যী যে-পরিবেশ আর অদূরদর্শী চলন।’
“টাকা-পয়সার লোভ ও গ্রহদোষ সম্পর্কে শ্রীশ্রীঠাকুর”
কথায় কথায় শ্রীশ্রীঠাকুর বললেন– টাকা-পয়সার লোভে যারা এখানে কাম করতে আসে,তারা কাম করতে পারে না। তাদের লক্ষ্যই হ’য়ে যায় দুইভাগ। কাম ঠিকমত ক’রতে হলে,আগে লক্ষ্য স্থির করা লাগে। যাদের টাকা-পয়সার চাহিদা থাকে তাদের দিলেও যে কোন উপকার হয় তা’ হয় না। কারণ,তারা ঐ টাকা-পয়সা রাখতে পারে না।
গ্ৰহ ও গ্ৰহদোষ নিয়ে কথা উঠল। সেই প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর বললেন– এই যে গ্ৰহদোষ আমরা কই,তার কারণ হ’ল নিজেদের অজ্ঞতা,অপারগতা,আর অনুচর্য্যী যে-পরিবেশ আর অদূরদর্শী চলন। আমি লক্ষ্য করছি,এই জিনিষগুলি আমার বরাবরই আছে। এর সাথে tussle (যুদ্ধ) ক’রে-ক’রে চলছিলাম। এখন আর যেন তা’ পারছি না।
১৫ই কার্ত্তিক,বুধবার,১৩৬৩ (ইং ৩১/১০/১৯৫৬)
দীপরক্ষী ২য় খণ্ড
Currently Reading:
“টাকা-পয়সার লোভ ও গ্রহদোষ সম্পর্কে শ্রীশ্রীঠাকুর”
Read More On IstoKathan:
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর