‘যে যা কয়,আমি সব কথাই শুনি। কিন্তু আমার মত ক’রে আমি ধ’রে নিই’
জনৈক দাদা একখানা বই লিখেছেন। সেই বই নিয়ে নানাজনে সমালোচনা করছে। তিনি সেকথা শ্রীশ্রীঠাকুরের কাছে নিবেদন করলেন।
“অনেকে ঈশ্বর মানে না”
শ্রীশ্রীঠাকুর– মানুষে ঐরকম কয়। ভাবতে হয়,আমার যে ভুলচুক নাই,ভাবসংঘাত নাই,তা’ নয়। আমার intelligence (বোধ) দিয়ে আমি যা’ দেখি,যা’ বুঝি,তাই লিখি। লোকে যা’ বলে বলুক,থামব না,শুধু শুধরে নেব। ……যে যা কয়,আমি সব কথাই শুনি। কিন্তু আমার মত ক’রে আমি ধ’রে নিই। তুমি discarded (পরিত্যক্ত) হও তা’ চাই না,improved (উন্নত) হও তাইই চাই। আমার ছাওয়ালটা বড় হোক,আমি তাইই চাই। সে মুখ্য হ’য়ে থাক,এ আমি কখনও চাই না।
মানুষের ক্রুর সমালোচনার কথা বলতে গিয়ে শ্রীশ্রীঠাকুর আবার বললেন– আমি লেখাপড়া জানি না। কিন্তু ওসব জিনিস আমার এত বেশী হ’য়ে গেছে যে ওতে আর দাবাতে পারে না। এই যে টিকা পোড়ায়ে দিয়েছিল। (বাম দিকের হাটুঁর দক্ষিণভাগে পোড়া দাগটি দেখিয়ে বললেন) এই যে এতখানি পুড়ে দাগ হ’য়ে গিয়েছিল।
২৬শে বৈশাখ,বৃহস্পতিবার,১৩৬৪ (ইং ৯/৫/১৯৫৭)।
দীপরক্ষী ৩য় খণ্ড
শ্রীশ্রীঠাকুর– What is good to you is godly to you (যা’ তোমার পক্ষে কল্যাণের তাই-ই ঈশ্বরীয়)।
অনেকে ঈশ্বর মানে না-‘তাদের কাছে God-এর (ঈশ্বরের) কথাই ক’ব না’
প্রশ্ন– অনেকে ঈশ্বর মানে না।
শ্রীশ্রীঠাকুর– তাদের কাছে God-এর (ঈশ্বরের) কথাই ক’ব না। তাদের কাছে বলতে হয়,বাস্তবটাকে স্বীকার কর কিনা! তুমি যদি থাক,তাহ’লে তোমার পারিপার্শ্বিক গরু-বাছুর,গাছপালা,এসব আছে। এরা যদি থাকে তো এদের আশ্রয়স্থল পৃথিবী আছে। আবার, পৃথিবী থাকে তো বিশ্বও আছে এবং তা’ বেড়েও চলেছে। এই স্থিতি ও সম্বর্দ্ধনশীলতা নিয়েই তো কারবার।
প্রশ্ন– অবশ্য এরকম বলতে-বলতে মানুষ স্বীকার করে।
শ্রীশ্রীঠাকুর– স্বীকার না ক’রে উপায়ই নেই।….ধর্ম্ম যারা মানে না তাদের বলতে হয়,তুমি বাঁচ কেমন ক’রে,থাক কেমন করে,এই নিয়েই তো কথা। ধর্ম্মকথা না ক’য়ে ঐ কথাটা যদি ওরই মুখ দিয়ে বের করতে পারেন তো ভাল হয়।
প্রশ্ন– অস্তিত্বটা অনেকে বোঝে,কিন্তু বর্দ্ধনটা বোঝে না।
শ্রীশ্রীঠাকুর– সত্তাটা বুঝলেই বর্দ্ধনাও বোঝে। কারণ,সত্তারই তো বর্দ্ধনা।
৯ই জৈষ্ঠ্য,বৃহস্পতিবার,১৩৬৪ (ইং ২৩/৫/১৯৫৭)
দীপরক্ষী ৩য় খণ্ড
Currently Reading:
অনেকে ঈশ্বর মানে না-‘তাদের কাছে God-এর (ঈশ্বরের) কথাই ক’ব না’
Read More On IstoKathan:
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
ইষ্টবিরোধী ও ইষ্টমতি বা ইষ্টঝোক প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর
জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শ্রীশ্রীঠাকুর