এই প্রথম অমর একুশে আন্তর্জাতিক বই মেলা’য় সৎসঙ্গের স্টল-শ্রীশ্রীঠাকুরের বানী ও আদর্শে মুগ্ধ পাঠকের ভিড়!
ইষ্টপ্রান ভক্তবৃন্দ- সবাইকে ইষ্টকথন -এর পক্ষ থেকে জয়গুরু-
আজকে সারাবিশ্বের সৎসঙ্গীদের জন্য রয়েছে একটি বিশেষ সুসংবাদ। তাই শেষ পর্যন্ত দেখুন।
——————-
বাংলা ভাষা শহীদের স্মরণে ও বাংলা একাডেমীর আয়োজনে প্রতি বছরই বাংলাদেশে অনুষ্টিত হয় অমর একুশে বই মেলা। কিন্তু করোনা মহামরী, লকডাউন ও সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে, জনসাধারনের স্বাস্থ্যঝুকি বিবেচনায় গতানুগতিক সময়ের চেয়ে একটু বিলম্বিত হলেও শুরু হয়েছে অমর একুশে আন্তর্জাতিক বইমেলা। গত ১৮ই মার্চ যার শুভ-উদ্ধোধন করেন বাংলাদেশ সারকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি নিঃস্বন্দেহে বই পাঠকের কাছে সুসংবাদ । কিন্তু তার থেকেও অনেক বেশী খুশীর সংবাদ সৎসঙ্গীদের কাছে। কারন বিগত কয়েক বছরের চেষ্টার পর সৎসঙ্গ বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মত এবারই মেলায় চোখে পড়বে সৎসঙ্গ পাবলিশিং হাউজের একটি বইয়ের স্টল। ১ম বই কিনে স্টল এর উদ্বোধন করেন শ্রদ্ধেয় শ্রী সুব্রত আদিত্য (সহ–প্রতি-ঋত্বিক), সহ-সম্পাদক, সৎসঙ্গ বাংলাদেশ। ২য় বই কিনে সৎসঙ্গ ঢাকা’র সম্পাদক শ্রদ্ধেয় শ্রী জগদীশ চন্দ্র হাওলাদার (সহ–প্রতি-ঋত্বিক)।
এখানে পাওয়া যাচ্ছে শ্রীশ্রীঠাকুরের বানী ও আদর্শ সম্বলিত পরম-দয়ালের স্ব-হস্তে লিখিত, কথিত ও তাঁরই ভাবধারায় লিখিত অন্যান্য গ্রন্থসমুহ। শুধু শ্রীশ্রীঠাকুরের ভক্তবৃন্দই নয়, বিভিন্ন জায়গার সকল বই-প্রেমী মানুষ সৎসঙ্গের বিপনি –বিতানে এসে শ্রীশ্রীঠাকুরের বইগুলো দেখছেন ও তাঁর অমীয় বানী ও আদর্শকে ভালোবেসে নানান গ্রন্থ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।
——————————————
আসুন প্রথমেই জেনে নেয়া যাক কি কি গ্রন্থ থাকছে সৎসঙ্গের এই স্টল বা বিপনি-বিতানে-
১। সত্যানুসরণ
২। অনুশ্রুতি
৩। পথের কড়ি
৪। সংসার জীবন
৫। আদর্শ বিনায়ক
৬। সদ বিধায়না
৭। পুণ্যপুথি
৮। কথা প্রসঙ্গে
৯। ইষ্ট প্রসঙ্গে
১০।স্বাস্থ্য ও সদাচার সূত্র
১১। আলোচনা প্রসঙ্গে
১২। যেমন তাঁকে দেখি
১৩। নানা প্রসঙ্গে
১৪। সম্বিতী
১৫। শ্রীশ্রীঠাকুর
১৬। দীপরক্ষি
১৭। উদ্বোর্দ্ধনে নারী
১৮। সৎসঙ্গ বাংলাদেশ
১৯। চলার সাথী
২০। উপাসনা
২১। আবির্ভাব ও
২২। ইসলাম প্রসঙ্গে
এছাড়াও শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীবড়মা, শ্রীশ্রীবড়দা, আচার্যদেব শ্রীশ্রীদাদার প্রতিকৃতি সহ অন্যান্য বই পাওয়া যাচ্ছে।
—————————————————
শ্রীশ্রীঠাকুরের বানী ও আদর্শ বিশ্ব-মানবতার কল্যাণে এবং যুগো-সমস্যা নিরসনে প্রচার ও প্রসারের লক্ষ্যে সৎসঙ্গ বাংলাদেশের গ্রন্থ প্রকাশনা বিভাগ- সৎসঙ্গ পাবলিশিং হউজের পক্ষ থেকে এবারের বইমেলায় এই স্টল বা বিপনি-বিতান দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীবৃন্দ। যার সার্বিক ব্যবস্থাপনার দায়ীত্বে রয়েছেন সৎসঙ্গ বাংলাদেশের সহ-সম্পাদক ও সহ-প্রতি-ঋত্বিক শ্রী সুব্রত আদিত্য ও মেলার স্টল পরিচালনায় আছেন অ্যাডঃ শ্রী সুকৃতি সুন্দর মন্ডল (সহ–প্রতি-ঋত্বিক) এবং শ্রীশ্রীঠাকুরের অন্যান্য কর্মীবৃন্দ। বিপনি-বিতানের স্টল পরিচালক অ্যাডঃ শ্রী সুকৃতি সুন্দর মন্ডলের কাছ থেকে চলুন জেনে নেয়া যাক এই আয়োজন সম্পর্কিত কিছু কথা-
—————————————–
এবার জেনে নিন আপনি মেলায় গিয়ে কিভাবে খুঁজে পাবেন সৎসঙ্গের বিপনি বিতানটি-
প্রথমেই আপনাকে রাজধানী ঢাকায় যেতে হবে এবং চলে যাবেন বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য-সংকৃতির জায়গা বাংলা বাংলা একাডেমিতে। কাছাকাছি গেলেই দেখবেন বংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী উপলক্ষ্যে অন্যান্য বারের তুলনায় আলাদা ও বর্নীল সাজে বাংলা একাডেমি। মেলায় মূল প্রবেশ দাড় পেরলেই দেখবেন অনেক অনেক বইয়ের দোকান। সেখানে আপনার পছন্দের বইগুলো একবার দেখে নিয়ে কেনার তালিকায় যোগ করে নিতে পারেন অথবা সোজা চলে বাংলা একাডেমী চত্বর-পুকুরপাড়ে। সেখানে গেলেই দেখবেন সৎসঙ্গ পাবলিশিং হাউজের বিপনি-বিতান যার স্টল নং ৭২৭ক। এবং সামনে গেলেই দেখবেন শ্বেত-শুভ্র পোশাক পরিহিত সৎসঙ্গের কর্মীবৃন্দকে যারা আপনাকে সাদরে আমন্ত্রণ ও গ্রন্থ চয়নে সাহায্য করবে।
তবে হ্যা, অবশ্যই মাস্ক পড়ে আসবেন।
বাংলা একাডেমি কতৃপক্ষ জানিয়ে দিয়েছে, মাস্ক পড়া না থাকলে বা স্বাস্থ্যবিধি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তাদের পর্যবেক্ষক দল।
———————–
বই প্রেমী মানুষের কাছে বই মেলা কোন উৎসবের থেকে কম নয়। আর সৎসঙ্গী পাঠকদের জন্য এইবারের বইমেলায় সৎসঙ্গ বাংলাদেশের বিপনি-বিতান যোগ করেছে উৎসবের এক নতুন মাত্রা, তাই এবারের একুশে বই মেলার গুরুত্ব আরও অনেক বেশি সৎসঙ্গ ভক্তমহলে। কারন পরমদয়ালের অমীয় বানী ও আদর্শ লিখিত বই আকারে পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী অমর একুশে বই মেলায়।
সারা বিশ্বের বই প্রেমী মানুষের কাছে পরমপ্রেমময়ের কথাগুলো পৌছানোর প্রয়াস যেমন সার্থক হবে সৎসঙ্গ পাবলিশিং হাউজের তেমনি সৎসঙ্গী বই প্রেমী -পাঠকের কাছেও এটি একটি মহা-আনন্দ বার্তা।
বিপনি-বিতানের আয়োজক-কর্মীবৃন্দের মত আমাদেরও উদার্ত আহ্বান – আপনারা সবাই আসুন ও পরিদর্শন করে ধন্য হোন, অন্যদেরও আমন্ত্রণ করুন। পরমদয়ালের বানী ও আদর্শ এভাবেই ছড়িয়ে পড়ুক সারাবিশ্বের আর্ত-পীড়িত মানবতার কল্যাণে।
—————-
সবাইকে আবারও পরম দয়ালের দেয়া রা-নন্দিত “জয়গুরু”
Read More On IstoKathan:
সরস্বতী দেবীর পূজা সম্বন্ধে শ্রীশ্রীঠাকুর
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি