সন্তানেরও কি মা-বাবার জন্য চিন্তা করা উচিত নয়?
‘কৃষ্টি মানে হ’ল কর্ষণ। কৃষ্টি করতে-করতে সংস্কৃতি আসে। তাই-ই হয়ে ওঠে সংস্কার।’
হাউজারম্যানদার মা— আমরা শুধু নিজেদের সুখস্বাচ্ছন্দ্য নিয়ে জীবন কাটাতে চাই না। অপরের জন্যেও ভাবি। এটা কি নিজ choice-এর (পছন্দের) উপর নির্ভর করে?
শ্রীশ্রীঠাকুর— তা’ তো করেই।
হাউজারম্যানদার মা— সন্তানেরও কি মা-বাবার জন্য চিন্তা করা উচিত নয়?
শ্রীশ্রীঠাকুর– মা-বাপের মধ্যে-দিয়ে ছেলে আসে। যদিও মা-বাপ তাকে ভরণ-পালন-পোষণ করে তবুও সে স্বাধীন। স্বাধীন মানে তার নিজের self-কে (সত্তাকে) তার নিজেরই ধারণ করতে হয়। কিন্তু যাদের মা-বাপের ‘পর টান থাকে,ভালবাসা থাকে,তারা বোঝে কোনটা নেব,কোনটা নেব না। মা-বাপের দুঃখ তারা বোঝে। তারা model (আদর্শ)। তেমনি আবার Christ-কে (খ্রীষ্টকে) নিয়ে যারা চলে,তারা বোঝে তিনি কিসে কষ্ট পাবেন। বুঝে সেইভাবে সাবধান হ’তে পারে। আর,তাঁর প্রতি ঐ-রকম টান থাকার ফলে তারা নিজেরাও mounded (বিনায়িত) হ’তে পারে। Good- bad-ও (ভাল-মন্দও) তারা বোঝে।
২৯শে অগ্রহায়ণ,রবিবার,১৩৬৪ (ইং ১৫/১২/১৯৫৭)
দীপরক্ষী ৩য় খণ্ড
‘যারা শিক্ষক তাদের আচরণগুলি সর্ব্বোতভাবে মিষ্টি হওয়া চাই’
প্রশ্ন— কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক কী?
শ্রীশ্রীঠাকুর— কৃষ্টি মানে হ’ল কর্ষণ। কৃষ্টি করতে-করতে সংস্কৃতি আসে। তাই-ই হয়ে ওঠে সংস্কার। (একটু থেমে বললেন) আসল কথাই হ’ল,শুধু ভাবনায় কিছু হয় না-যদি কর্ম্মে সেটা ফুটন্ত ক’রে না তুলি।
প্রশ্ন— অনেকে কৃষ্টির কথা বলে বটে,কিন্তু তা’ আচরণ করতে ভয় পায়।
শ্রীশ্রীঠাকুর— সেইজন্য যারা শিক্ষক তাদের আচরণগুলি সর্ব্বোতভাবে মিষ্টি হওয়া চাই। তাদের প্রতি মানুষের শ্রদ্ধা যেন আপনা থেকেই উপচে ওঠে। শ্রদ্ধা যদি থাকে আর তা’ যদি normal (স্বাভাবিক) হয় তবে বোধ জন্মায়। বোধ জন্মালে পরে আসে অনুশীলন। আর,অনুশীলনের মধ্যেই থাকে অনুচর্য্যা-কর্ম্মানুচর্য্যা,বাক্-অনুচর্য্যা ও ব্যবহার-অনুচর্য্যা। ছেলেপেলেকে ‘পড়’ বললে পড়ে না। কিন্তু বাপের ‘পরে যদি টান থাকে,তবে রাস্তায় যেতে-যেতেই ছেলে ক,খ শিখে ফেলতে পারে। কিন্তু গোড়া ঠিক না থাকলে মানুষের শ্রদ্ধাও গজায় না,প্রীতিও গজায় না। শিক্ষা হওয়ারও সম্ভাবনা থাকে না।
২৮শে আষাঢ়,শুক্রবার,১৩৬৪ (ইং ১২/৭/১৯৫৭)
দীপরক্ষী ৩য় খণ্ড
Currently Reading:
কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক কি?
Read More On IstoKathan:
ব্যবসায়ীদের গণেশ পূজা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর
তাঁর কৃপা যদি না থাকত তবে আমি profitable (লাভবান) হতাম না
অনেকে ঈশ্বর মানে না-‘তাদের কাছে God-এর (ঈশ্বরের) কথাই ক’ব না’
জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শ্রীশ্রীঠাকুর