‘ধর্ম্মের মধ্যে জ্যোতিষ যতটা দরকার তা’ মানবে’
পালনটা কী-‘
নিজেকে পালন করা। নিজেকে নিজে যেমন ক’রে ধরি,পালন করি,পরিবেশকেও তেমনি ক’রে দেখা’
‘আমার ইষ্টার্থপরায়ণ হওয়া লাগবে। ইষ্ট মানে কল্যাণ। ইষ্টপথে চলতে হবে। আর,সদগুরুই ঐ ইষ্ট’
‘ধর্ম্মের মধ্যে জ্যোতিষ যতটা দরকার তা’ মানবে’
প্রশ্ন– জ্যোতিষশাস্ত্রটাকে কি আমরা মেনে চলব?
শ্রীশ্রীঠাকুর– ধর্ম্মই মেনো’। ধর্ম্মের মধ্যে জ্যোতিষ যতটা দরকার তা’ মানবে। ধর্ম্ম মানেই যা’ ধারণ করে। আর ধর্ম্ম মানতে গেলে সুকেন্দ্রিক হওয়া লাগে। তুমি তোমাকে যেমন করে সুপথে ধারণ করতে পার তা’ই তোমার ধর্ম্ম। আধ্যাত্মিকতাও তা’ই। একটু আগেই ঐ কথা ক’চ্ছিলাম। এই যে ঈশ্বর কয়। ঈশ্বরের কাছে ঈশিত্ব,ঈশী শক্তি। তার মানেই তো তা’ই। ঈশিত্ব মানে আধিপত্য। আধিপত্যের মধ্যে আছে ধা ও পা-ধারণ ও পালন। তুমি যা’কে যেমনতরভাবে ধারণ করবে,পালন করবে,রক্ষণ করবে,তা’র উপরে তোমার আধিপত্যও তেমনতর গজাবে।
প্রশ্ন– পালনটা কী?
শ্রীশ্রীঠাকুর– নিজেকে পালন করা। নিজেকে নিজে যেমন ক’রে ধরি,পালন করি,পরিবেশকেও তেমনি ক’রে দেখা। আমার নিজের সত্তাকে ধরতে গেলেই আমার পরিবেশকে ধরা লাগে। পরিবেশকে nurture (পোষণ) না দিলে তো আমি আর বাঁচি নে। আর,অসৎ হ’ল এই ধারণ-পালনের ব্যত্যয়ী যা’,আমার সত্তাকে ভেঙ্গে দেয় যা’। আমরা তা’র নিরোধ চাই।
প্রশ্ন– এইভাবে চলতে গেলে আমার কী প্রয়োজন?
শ্রীশ্রীঠাকুর– আমার ইষ্টার্থপরায়ণ হওয়া লাগবে। ইষ্ট মানে কল্যাণ। ইষ্টপথে চলতে হবে। আর,সদগুরুই ঐ ইষ্ট।
২৪শে আষাঢ়,শনিবার,১৩৬৪ (ইং ৮/৭/১৯৫৭)
দীপরক্ষী ৩য় খণ্ড
Currently Reading:
জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শ্রীশ্রীঠাকুর
Read More On IstoKathan:
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
ইষ্টবিরোধী ও ইষ্টমতি বা ইষ্টঝোক প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর
অনেকে ঈশ্বর মানে না-‘তাদের কাছে God-এর (ঈশ্বরের) কথাই ক’ব না’
https://istokathan.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/