দীক্ষার সংখ্যা বাড়ানোর প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর
নতুন দুজন পাঞ্জা নেবার সময় শ্রীশ্রীঠাকুর বললেন-৮/১০ কোটি ক’রে ফেলা চাই-
খুব লাগ,যায় প্রাণ ফলাহারেই যাক ।
কয়েকজন দাদাকে শ্রীশ্রীঠাকুর বলছিলেন– যদি কোটী-কোটীতে তোমরা
বিস্তার লাভ করতে না কর, তবে জীবনের সুখ কোথায়? খেলাম, দেলাম, হাসলাম, ফড়েমি করলাম, অসুখে ভুগলাম, কষ্ট পেলাম বা একটু আরাম করলাম, এইভাবে চ’লে
গেলাম-জীবন চ’লে গেল, তার মুল্য কী?
শ্রীশ্রীঠাকুর কতিপয় কর্ম্মীকে বললেন- সংহতি এতখানি হওয়া চাই,যাতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের (সম্পদ) হয়।দশ কোটী মানুষ যদি হয়,প্রত্যেকে যেন মনে করতে পারে আমি মানে আমি একা নই। আমি মানে দশ কোটী।”
-আলোচনা প্রসঙ্গে, ২১- খন্ড
১৭/০৪/১৯৫২
Read More On IstoKathan:
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
https://istokathan.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6_%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%a6/