‘তুমি ধর্ম্ম করছ,কিন্তু ধারণ-পোষণ করতে শিখলে না,অথচ চাইলে,তাতে হবে না’
‘গুরু যিনি তিনি সব জানতেন’
শ্রীশ্রীঠাকুর– আমি কই,তোমরা যা’ জান তার প্রভু হ’য়ে ওঠ। না ক’রেও যদি পাও তাহ’লে ভগবান দিল বটে কিন্তু তোমার কিছু হ’ল না। ধর্ম্ম মানেই ধারণ-পোষণ। তুমি ধর্ম্ম করছ,কিন্তু ধারণ-পোষণ করতে শিখলে না,অথচ চাইলে,তাতে হবে না। যারা চায় অথচ কিছু করতে চায় না,তারা দিলেও পায় না। আর,যারা করে তারা কিছু না কিছু থাকলেও জোগাড় ক’রে নেয়। এই ক’রে পাওয়া ও না-ক’রে পাওয়ার মধ্যে দেখতে মনে হয় pinch of difference (ভবিষ্যৎটা বিরাট পার্থক্য)। সুহালে চলব যতটুকু, স্বস্তিও পাব ততটুকু। সুহালে চলা হয় না ব’লে স্বস্তিও পাচ্ছি না।
৬ই আশ্বিন,শনিবার,১৩৬৩ (ইং ২২/৯/১৯৫৬)
দীপরক্ষী ২য় খণ্ড
Read More On IstoKathan:
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি
https://istokathan.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87/