শুনতে পাই কেউ কেউ বলে,জনার্দ্দনদা একটা বড় পান্ডা। ওকে গুলি ক’রে মারতে পারলে সব ঠান্ডা হ’য়ে যায়।
জনার্দ্দনদা (মুখার্জ্জী) এসে আগামীকাল কলকাতায় যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন।
শ্রীশ্রীঠাকুর– কাল যাবি? আচ্ছা, সদাচার মেনে চলিস্। মনে রেখো,যেখানে যেমনভাবে তুমি থাকলে বা যাকে রাখলে ভাল হয়-বিধিমাফিক,তাই হ’ল সুবিধা।
জনার্দ্দনদা– আমার বাসায় যে ছেলেটি ভাল-
শ্রীশ্রীঠাকুর– ওকে রাখলে তোর কাজের সুবিধা হয়?
জনার্দ্দনদা– তা’ হয়,ভাল ছেলে।
শ্রীশ্রীঠাকুর– তাহ’লে তোর সাথে থাকাই তো ভাল।
জনার্দ্দনদা– আর কাপুরদা লিখেছে,তার নামধ্যান ভালভাবে হ’চ্ছে না। নিজেকে বড় অপরাধী মনে হয়?
শ্রীশ্রীঠাকুর– কিছু না,নামধ্যান ভাল ক’রে করুক। আর,সদাচার যেন পালন করে।
জনার্দ্দনদা– শুনতে পাই কেউ কেউ বলে,জনার্দ্দনদা একটা বড় পান্ডা। ওকে গুলি ক’রে মারতে পারলে সব ঠান্ডা হ’য়ে যায়।
শ্রীশ্রীঠাকুর– সেকথা ক’য়ে কিছু করতে পারবে না। কিন্তু ওকথা বলতে পারা মানেই তোমার আচার-ব্যবহার-ব্যক্তিত্ব এখনও strong (শক্ত) নয়। সেইজন্যে ওকথা বলতে সাহস পায় মানুষ। আলোর সামনে অন্ধকার যেমন হ’য়ে যায়,তোমার সামনে ওসব তেমনি হ’য়ে যায় না কেন? (একটু চুপ ক’রে থেকে) একথা বলছি তার মানে,তোমার এখনও আরও কত sharp (তীক্ষ্ন) কতখানি effulgent (দীপ্তিমান) হওয়া লাগবে ভেবে দেখ।
১৭ই মাঘ,মঙ্গলবার,১৩৬২ (ইং ৩১/১/১৯৫৬)।।
-দীপরক্ষী ২য় খণ্ড।।
Read More On IstoKathan:
দীক্ষা সংকল্প ও ইষ্টটান সম্পর্কে শ্রীশ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি
https://istokathan.com/প্রেমরস-ও-কারুণ্যরস-love-pathos/