‘যার প্রিয়পরম নেই তার কিছুই নেই,প্রেমও নেই’
আজ শ্রীশ্রীঠাকুর কয়েকটি ইংরেজী-বাণী দিয়েছেন। তার মধ্যে একটি হ’ল-
“He who has no lord
has nothing,
has no love,
but is scattered with passionate feats,
he can never adjust himself
and always lives
like a vacant vagabond
-a lazy worshipper
of worthless godhood;
Be thou with the lord
and gather with Him
and do serve Him
with every ardor
of thy eager heart.”
– (যার প্রিয়পরম নেই তার কিছুই নেই,প্রেমও নেই। সে প্রবৃত্তিমুখী কার্য্যাবলীর মাঝে বিক্ষিপ্ত হ’য়ে থাকে। সে নিজেকে কখনও নিয়ন্ত্রিত করতে পারে না এবং নিষ্ফল ঈশ্বর-ভাবনায় অলস উপাসক হ’য়ে এক লক্ষ্যহীন ভবঘুরের মত সর্ব্বদা থাকে। তুমি প্রিয়পরমের সাথে থাক,তাঁরই জন্য সব-কিছু সংগ্ৰহ ক’রে চল এবং তোমার আগ্ৰহী অন্তরের সবটুকু অনুরাগ দিয়ে তাঁকে সেবা কর।)
বাণীটির তাৎপর্য্য নিয়ে শ্রীশ্রীঠাকুর সন্ধ্যার পর অনেকক্ষণ যাবৎ চন্দ্রেশ্বরদা (শর্ম্মা) ও হাউজারম্যানদার সাথে কথাবার্ত্তা বলেন। প্রিয়পরমের প্রতি অনুরাগ বোঝাতে যেয়ে শ্রীশ্রীঠাকুর বললেন–
আমার মেয়ে সানু যখন ছোট ছিল,এই এতটুকু,তখন ওকে কে যেন আদর ক’রে কোলে নিয়ে চুমু খাইছিল। সেটা ওর ভাল লাগেনি। তারপর থেকে যখনই কেউ ওকে কোলে নিতে চাইত,তার সাথে আগে থাকতে contract (চুক্তি) ক’রে নিত- ‘চুমু খাবে নানে তো? বাবা চুমু খান আমারে’। মানে,যে-গালে বাবা চুমু খান সেখানে আর কেউ চুমু খাবে তা’ ওর ভাল লাগে না। ঐরকম বাবার চুমুর কথা মনে থাকলে আর কারো চুমু ভাল লাগে না।
১২ই শ্রাবণ,শনিবার,১৩৬৩ (ইং ২৮/৭/১৯৫৬)
দীপরক্ষী ২য় খণ্ড
Read More On IstoKathan:
দীক্ষা সংকল্প ও ইষ্টটান সম্পর্কে শ্রীশ্রীঠাকুর
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
প্রেমরস ও কারুণ্যরস (Love-pathos) এর স্বরূপ সম্বন্ধে শ্রীশ্রীঠাকুর