শ্রীশ্রীঠাকুর ও সৎসঙ্গ সম্পর্কে গুণীজনের মন্তব্য-
১। বহু মহাপুরুষের সাধনার কথা শুনেছি,কিন্তু এমনি অপূর্ব অনুভূতির সূক্ষ্মাতিসূক্ষ্ম বর্ণনা জীবনে কখনো শুনিনি– কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের।
২। “আমার পিতৃদেবের আশীর্বাদে বহু মহাপুরুষের সান্নিধ্যে লাভের সৌভাগ্য আমার জীবনে হয়েছে-কিন্তু আমি নিঃসংকোচে বলতে পারি শ্রীশ্রীঠাকুরের মতো এমন দেখার ভাগ্য আর কখনও হয়নি। আপনারা সত্যিই ভাগ্যবান, এমন মানুষের আশ্রয়ে আছেন।”
— বিখ্যাত নাট্যকলাবিশারদ সুরেন্দ্র মোহন ঘোষ। ১৯২৩)।
৩। “জীবনে বহু মানুষ দেখেছি কিন্তু ভগবান দেখেছি একজনকে। শ্রীশ্রীঠাকুরকে দেখে মনে হয়েছিল তিনি স্বয়ং ভগবান”।
— সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
৪। “যিনি সর্বব্যাপী,যাঁর প্রেম প্রতি জীবের মধ্যে সমভাবে প্রবাহিত -বেদের সেই দেবতা
গণতন্ত্রের দেবতা। ভারতে সুপ্রাচীন কাল থেকেই এই গণতন্ত্রের উচ্চ আদর্শ প্রচলিত। শ্রীশ্রীশ্রীঠাকুর এই দেশে তথা জগতে-জীবন চলনার পুর্ণবিন্যাস করে সেই মহান গণতন্ত্রের দিকেই লক্ষ্য করে চলেছেন। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রই এ যুগের শ্রেষ্ঠ গণতন্ত্রী।”
—স্বনামধন্য মনীষি ডক্টর রাধাকুমদ মুখোপাধ্যায়। (৩রা কার্ত্তিক, ১৩৬০ সন)।
৫। সাহিত্যিই মানুষের ভিতর সবল ও সুষ্ঠু চিন্তার খোরাক জোগায়,বৃহত্তর মানব সমাজের মধ্যে কৃষ্টিগত সংহতির সৃষ্টি করে,এবং শান্তিপথের সন্ধান দেয়। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে আমরা দেখিতে পাই এই আদর্শের মূর্ত্তিরূপ এবং আদর্শ সাহিত্যের তিনিই স্রষ্টা।”
—-বিহার কংগ্ৰেস কমিটির সভাপতি মান্যবর লক্ষ্মীনারায়ণ সিং এম.এল.এ। (৫৯ তম ঋত্বিক অধিবেশন)।
৬। “শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রই ঋষি ও সত্যদ্রষ্টা। তাঁকে দেখে আমি মুগ্ধ হয়েছি।”
—বিহার বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য শ্যামনন্দন সহায়। (৫৯তম ঋত্বিক অধিবেশন)।
৭। মানবজাতির মধ্যে ঐক্য শান্তি,ঐক্য ও সংহতি,এবং তাহা সম্ভব হইবে এযুগের মহামানব শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের প্রদত্ত জীবনদর্শনের প্রতিপালনের ভিতর দিয়া”
–আসামের জননেতা ও লোকসভার সদস্য রোহিণী কুমার চৌধুরী। (৫৯ তম ঋত্বিক অধিবেশন)।
৮। আজিকার এই জাতীয় দুর্দিনে শ্রীশ্রীঠাকুর শান্তি ও সুখের সন্ধান দিতেছেন
— পাটনা হাইকোর্টের এডভোকেট ও লেবার কমিশনার ডক্টর জালেশ্বর প্রসাদ।
৯। “সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম কর্মই হওয়া উচিত শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের মানুষ তৈরীর আদর্শ গ্ৰহণ করা।
তিনি প্রাচীন ঋষিদের পন্থায় তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে যে সব খাঁটি মানুষ তৈরী করেছেন তাঁরাই হবে আমাদের স্বপ্নের ভারত তৈরীর সর্বাপেক্ষা মূল্যবান উপাদান”
—লক্ষ্মীনারায়ণ সিং (১২ এপ্রিল,১৯৫৩)।
১০। “মানুষ সংগঠনে শ্রীশ্রীঠাকুরের এই প্রচেষ্টা অভিনব। এখানে অনন্তের সাথে প্রেম করবার, মানুষের সাথে যোগাযোগ স্থাপন করবার এক অদম্য ইচ্ছা আছে।”
—–বিনোদানন্দবাবু (১৪ এপ্রিল,১৯৫৫)।
Read More On IstoKathan:
দীক্ষা সংকল্প ও ইষ্টটান সম্পর্কে শ্রীশ্রীঠাকুর
শ্রীশ্রীঠাকুর কেমন বিশ্ববিদ্যালয় (University) গড়তে চাইতেন??
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
https://istokathan.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97/
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি
https://istokathan.com/প্রেমরস-ও-কারুণ্যরস-love-pathos/
https://istokathan.com/প্রিয়পরমের-প্রতি-অনুরাগ/
Stay Connected with ISTOKATHAN
Joyguru