‘যিনি জানেন বলিয়া জানেন,তিনি দেবতা,তাঁকে পূজা কর’- সক্রেটিস
মনুষ্যচরিত্রের বিভিন্ন দিক নিয়ে কথা আরম্ভ হ’ল।
বড়দা– সক্রেটিসের ঐ ফর্ম্মুলটা খুব ভাল।
শ্রীশ্রীঠাকুর– কী রে?
বড়দা– প্রথম নম্বর হ’চ্ছে, The man who knows not that he knows not is a fool, avoid him (যে ব্যক্তি জানে না যে সে কিছুই জানে না,সে একটি বোকা,তাকে বর্জ্জন কর)। দ্বিতীয়টা হ’ল,The man who knows that he knows not is a friend, keep his company (যে ব্যক্তি জানে যে সে কিছু জানে না,সে বন্ধু, তার সঙ্গ কর)। তৃতীয় হ’চ্ছে, The man who knows not that he knows is a saint, follow him (যিনি জানেন না যে তিনি জানেন,তিনি একজন সন্ত,তাঁর অনুসরণ কর)। আর,সর্ব্বোত্তম হ’ল, The man who knows that he knows is a god, worship him (যিনি জানেন বলিয়া জানেন,তিনি দেবতা,তাঁকে পূজা কর)।
কথাগুলি শুনতে-শুনতে শ্রীশ্রীঠাকুরের চোখমুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বললেন-বাঃ সুন্দর কথা তো! আর একবার বল্ দেখি।- পূজ্যপাদ বড়দা আবার কথাগুলি আবৃত্তি করলেন।
১৫ই কার্ত্তিক,বুধবার,১৩৬৩ (ইং ৩১/১০/১৯৫৬)
দীপরক্ষী ২য় খণ্ড
Currently Reading:
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
Read More On IstoKathan:
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
দীক্ষা সংকল্প ও ইষ্টটান সম্পর্কে শ্রীশ্রীঠাকুর